শফিকুল ইসলাম পলাশ, জেলা প্রতিনিধি, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় “তথ্য দিন, সেবা নিন” এই শ্লোগানকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে । এ উপলক্ষে আজ রবিবার হোমনা থানার উদ্যোগে একটি র্যালী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বীর নেতৃত্বে আয়োজিত র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি, আসাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, কাউন্সিলর সুরাইয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
র্যালিশেষে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, সাধারণ মানুষ তাদের যে কোনো সমস্যা নিয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে প্রকৃত সেবা নেওয়ার জন্যই জনসচেতনতা সৃষ্টির লক্ষে এ র্যালির আয়োজন করা হয়েছে। পুলিশ সার্বক্ষণিক জনগণকে সেবা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।