বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্পণ করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হোমনা থানা, উপজেলা আওয়ামী লিগ ও অংগসংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ , হোমনা পৌরসভা, পৌর আ’লিগ, যুবলিগ, ছাত্রলিগ, স্বেচ্ছাসেবকলিগ, কৃষকলিগ,উপজেলা বিএনপি ও অংগসংগঠন , উপজেলা জাতীয় পার্টি ও অংগসংগঠন , উপজেলা প্রেসক্লাব, হোমনা প্রেসক্লাব ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে একটি প্রভাত ফেরী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী- এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী (সিআইপি) । উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লিগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, সহকারী কমিশনার মো. সাজেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী,পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লিগের সহ-সভাপতি রেহেনা মজিদ, উপজেলা আ’লিগের সহ- সভাপতি মো. ফজলুল হক মোল্লা, পেীর আ’লিগগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মহসীন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা, বিআরডিবির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার প্রমুখ।আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় মোট ২৪ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।