মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় থানা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার হোমনা শিল্পকলা একাডেমিতে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. আবদুস সালাম ভূইঁয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, আওয়ামীলীগের প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো. মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো.ইলিয়াস, থানা শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক সামুসদ্দিন খান দুলালসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদের মসজিদের ইমাম ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. সামসুল হক ।