মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা : ‘ভোটার হব, ভোট দেব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাচন অফিসার মো. জায়েদুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম ও হোমনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী নাজমুল হক।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ ডা. মো. নজরুল ইসলাম, প্রকৌশলী মো. জহিরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, কুমিল্লা -৩ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আজিজুর রহমান সরকার ও এজিএম বাসু চন্দ্র দেব, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান ও খাদিজা আক্তার, ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম শরীফ, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ও কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. রবসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।