মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ এর নেতৃত্বে সকাল ১০ টায় স্বাস্হ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহার হোসেন, শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, ইউপি চেয়ারম্যান মো. জালাল হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাসেম প্রধান, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাংবাদিক মো. কামাল হোসেন প্রমুখ। অন্যান্যাের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হোমনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।