মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
হোমনা কুমিল্লার হোমনায় উপজেলা মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ হোসেন মাস্টার। হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক এবং উপজেলা মুক্তিযোদ্ধা ও পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান মো. আবদুস সালাম ভূইঁয়ার পরিচালনায় অন্যান্যাের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. সামসুজ্জামান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, আশার ডিভিশনাল অডিটর মো. জালাল উদ্দিন, হোমনা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের টিএলসিএ মো. জমশের আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান ও মোল্লা মো. সাইদুর রহমানসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. সাইদুর রহমান।