মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনাযতনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কারণ মাদক একটি সমাজকে ধ্বংস করে দেয়। সুতরাং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।তিনি মাদক নির্মুলের ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, কুমিল্লা (উ:) জেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল হক , ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান, মো. মফিজুল ইসলাম গনি, মো. জালাল উদ্দিন, মো. তাজুল ইসলাম, মো. কামরুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, সাংবাদিক কামাল হোসেন প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. মোশারফ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং বর্তমানে ২/১ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হোমনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও মত প্রকাশ করেন।