ফারুক হোসেন রাজ, কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরা কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০এপ্রিল বিকালে উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নুরুলইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবেক এমপি আলহাজ্ব বি,এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
প্রতিষ্ঠানের মনোমুগ্ধকর স্কাউটসের ছাত্র-ছাত্রীদের উপস্থাপনার প্রশংসা করে বলেন, সময় এসেছে উন্নয়নের, সুভিধা বঞ্চিতদের অধিকার বুঝে নেওয়ার। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে উন্নয়ন থেকে বঞ্চিত মানুষের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।
সহকারী শিক্ষক রুহুল কুদ্দুসের সার্বিক উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, প্রাক্তন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রেসক্লাব, রিপোর্টাস ক্রাব, উপজেলা সাংবাদিক পরিষদের সাংবাদিকবৃন্দ ।