শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়নের হতিয়া মৌজার ওপর দিয়ে প্রবাহিত খালের ওপর ১৪০ বর্গ ফুটের কাঠের সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। দীর্ঘ কয়েক যুগ ধরে হাতিয়া খালের ওপর সেতু না থাকায় দুইটি এলাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি এলকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিকে জানানো হলে তিনি তার নিজেস্ব অর্থায়নে খালের ওপর সেতু নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
গতকাল রবিবার সকালে সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করে সেতুটির নামকরণ করা হয় পল্লীবন্ধু সেতু। এ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আহসান হাবীব খোকন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম মাহাবুব আলম শাহীন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক কওছর আজম (হান্নু) উপজেলা জাতীয় ছাত্র সামাজের সাংগঠনিক সম্পাদক মাসুদ (রানা) জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম (জিয়া) ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়ন শাখা। জাতীয় যুব সংহতির সভাপতি আশরাফুল ইসলাম ৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়ন শাখা, জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক রাজু আহমেদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এনামুল হক রুপম, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান, জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি মাজাহারুল ইসলাম অন্তর জাতীয় ১ নং ওয়ার্ড পার্টির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক ডাক্তার সহিদুল ইসলাম, জাতীয় পার্টি সহ-সভাপতি সেবক মেম্বার লতিফুল ইসলাম, প্রমুখ। সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপনের সময় হাজার এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।