ফারুক হোসেন রাজ, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিল ও নারী নির্যাতন মামলায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(১২মার্চ১৯) উপজেলার ভদিয়ালী গ্রামের মৃত শাহ জাহান আলী দালালের ছেলে মুনছুর আলী দালালের বিরুদ্ধে ৩০হাজার টাকা মূল্যের ৫০পিস ফেনসিডিল উদ্ধারের ৫(১)১৯ নং মামলা থাকায় ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই শারমিন সুলতানা শিখা সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে আটক করেন।
অপরদিকে নারী নির্যাতন যৌতুক আইনের ৯(৩)১৯ নং মামলায় উপজেলার চান্দা গ্রামের মৃত মোকাববেল গাইনের ছেলে হাফিজুর রহমান গাইনকে নিজ বাড়ী থেকে আটক করেন।
থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, আটকদের মামলার আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।