শামীম আহমেদ সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্হ্য রাখি প্রতিপাদ্য সামনে নিয়ে আজ সকাল ১০টার সময় মশক নিধন ও পরিষ্কার সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্্যালীটি উপজেলা চত্বর হতে শুরু করে সাঁথিয়া পুরাতন বাজার ঘুরে এসে উপজে্লা চত্বরে এসে শেষ হয়। পরে সাঁথিয়া উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন সাংবাদিক মো: আবু্ল কাশেম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ছাত্র/ছাত্রী উপস্হিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো : আব্দুল হালিম ও সাঁথিয়া উপজেলার চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার সহ আরো স্হানীয় নেতাকর্মীগন বক্তব্য রাখেন।