
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) থেকেঃ
বন্যার্তদের মানবিক সাহায্যার্থে জামালপুরের সরিষাবাড়ীতে অরাজনৈতিক সংগঠন এস এস সি ব্যাচ-৯৩ সরিষাবাড়ী এর উদ্যোগে নৌকাযোগে উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী বন্যার্দুগত ৫’শ পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
এসএসসি ব্যাচ-১৯৯৩ এর সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার এসএস সি ব্যাচ-৯৩ সরিষাবাড়ীর অরাজনৈতিক সংগঠনটির সদস্যদের উদ্যোগে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী কাঠের ব্রীজপাড় এলাকায়,পোগলদিঘা ইউনিয়নের দামোদরপুর,যমুনার চর,আওনা ইউনিয়নের কুলপাল গ্রামে ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মাজনাবাড়ীর ৫’শ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।ত্রাণ হিসেবে,চাল,মসুর ডাল,সয়াবিন তৈল,আলু,পেঁয়াজ,খাবার স্যালাইন,সর্দিজ্বর ও আমাশয় প্রতিরোধে ওষুধ বিতরণ করা হয়।এ সব পেয়ে খুশী বন্যার্ত পরিবারের সদস্যরা। বন্যার্তদের মানবিক সাহায্যার্থে সরিষাবাড়ীর অরাজনৈতিক সংগঠন এসএসসি ব্যাচ-৯৩ এর ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানা গেছে।