ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা নির্বাচনী পরবর্তী সহিংসতায় গত ২ দিনে ২০ ব্যাক্তি আহত হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে ৪জন মর্মে জানা গেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ৫ম উপজেলা নির্বাচনে ৩য় ধাপে নির্বাচন শেষ হওয়ার পর এলাকায় প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার রুপদা ব্যাসপুর গ্রামে প্রতিপরে হামলায় জামিত খান (৫০) কালাম খান (৬৫), উকিল খাঁন(৪৮), চেনির উদ্দিন খান(৪০), ছাদিয়া (১০) ও সোমবার রাতে নবগ্রামের আবু জাফর (৬০), জামাল হোসেন(৪০), তেঘরিয়া গ্রামের ওয়াসিম (২৪), পার্বতীপুর গ্রামের মজিবর (৫২), গবিন্দপুর গ্রামের তোয়াজ উদ্দিন(৭৫), সাইদুল (৪০), ৭ম শ্রেণির ছাত্রী শিলা খাতুন (১৩)সহ বিভিন্ন গ্রামে গত ২ দিনে সহিংসতায় ২০ ব্যক্তি প্রতি পক্ষের হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। আহত ব্যক্তিদের শৈলকুপা, ঝিনাইদহ ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় রুপদা ব্যাসপুর গ্রামের আহত আনার উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। এ ছাড়া সোমবার রাতে ছোট ধলহরা গ্রামের সাইফুল মল্লিকের বাড়িতে প্রতিপক্ষের হামলা চালিয়ে তার দোকান ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায় বলে তিনি জানান।
এদিকে উপজেলা নির্বাচনের পর প্রতি হিংসামূলক ও প্রভাব বিস্তার করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটছে বলে এলাকার সচেতন মহল দাবী করেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান জানান, সহিংসতার সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে রুপদাহ গ্রামের সংঘর্ষে মামলা হয়েছে। আমরা ৪ জনকে সহিংসতার সাথে যারা জড়িত থাকার অভিযোগে আটক করেছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।