জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় পুরাতন বাখরবা গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগী সদস্যদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ উসমান গণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, এছাড়াও উপকারভোগী আমোদ আলী ও নারী উদ্যোক্তা আমেনা খাতুন বক্তব্য রাখেন। উপকারভোগীরা জানান, কয়েক বছর যাবৎ একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ঋণ নিয়ে তারা আজ সাবলম্বী হয়েছেন। তাদের দেখা দেখি এলাকার অনেক মানুষ আজ সাবলম্বী।