ঝিনাইদহ প্রতিনিধি :
করোনা মহামারির মধ্যে শ্রমিক সংকট ও কালবৈশাখী ঝড়ের আনাগোনায় কৃষকের মাথার ওপর চরম দুশ্চিন্তার কালো মেঘ। ঠিক তখনই ঝিনাইদহের শৈলকুপায় অসহায় এক কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৮ মে) সকালে ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বাবলুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পৌর এলাকার পাঠানপাড়ার কৃষক আব্দুস সালামের জমির ধান কেটে কৃষক সমাজের পাশে দাঁড়িয়েছে। এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন বাবর ফিরোজ ও সেলিম রেজা ঠান্ডু সহ অন্যান্য যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ, ঝিনাইদহ জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক মাহাবুব মিলু, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জ্বীম, ঝিনাইদহ শহর ছাত্রদল নেতা এস এ বাপ্পী, শৈলকুপা উপজেলা ছাত্রদলের নেতা সাইদুর রহমান মিঠু, আলামিন বিশ্বাস, উল্লাস হুসাইন, উচ্ছাস রুহিন, ইকবাল, রাকিব, সুমন, আশরাফ, তমাল, তন্ময়, পৌর ছাত্রদলের নেতা ইকবাল, খন্দকার পলাশ, রাকিব, রাকিবুল হাসান নয়ন, সাহেব আলী, সোহাগ, সহ প্রমুখ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান ও ঝিনাইদহ-১, শৈলকুপা আসনের তৃণমূলের আস্থার প্রতিক বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ আসাদুজ্জামান এর নির্দেশে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নির্দেশনায় ও ছাত্রদলের খুলনা বিভাগীয় টিম এবং ঝিনাইদহ জেলা ছাত্রদল সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ভাইয়ের পরামর্শে প্রচন্ড খরতাপ উপেক্ষা করে পাকা ধান কেটে দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।