crimepatrol24
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:১৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৯, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার দিনাজপুর জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হাদিকে হ*ত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার বাদ জুম্মা দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদ, দিনাজপুর মেডিকেল কলেজ মসজিদ এবং দিনাজপুর সরকারি কলেজ মসজিদসহ শহরের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে শহিদ হাদির আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর ত্যাগের কথা স্মরণ করা হয়।

জাতীয় নাগরিক কমিটি-এমসিপি জেলা শাখার উদ্যোগে দিনাজপুর জেনারেল হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে হাসপাতালের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হাদি হ*ত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ ও মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত