রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরের বারুইপাড়া গ্রামের নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী চুমকি(১৯) এর আজও কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ চুমকি কুষ্টিয়ার মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের বাক-প্রতিবন্ধী রাজু আহম্মেদের মেয়ে ও হাজরাহাটি যৌথ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
চুমকির চাচা জয়নুল আবেদিন রিপন জানান, গত ০৮/০১/২০১৯ইং তারিখ সকাল ১০টার সময় চুমকি নিজ বাড়ী হতে কোচিং- এ ক্লাস করার উদ্দেশ্যে বের হয়। এরপর কোচিং ক্লাস শেষ হয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। আমরা বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি শুরু করে তার সন্ধান না পেয়ে পরের দিন এ ব্যাপারে মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করি যার নং ২৮৬, তাং ০৯/০১/২০১৯ইং।
এব্যাপারে মিরপুর থানার বর্তমান অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম জানান, এসএসসি পরীক্ষার্থী চুমকি নিখোঁজের পর তার চাচা থানায় জিডি করেছেন। জিডির পর থেকে চুমকিকে উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর পারিবারিকভাবে জেলার জগতি কৃষক পাড়ার জয়নাল আবেদিনের ছেলে রাশেদের সাথে চুমকির বিয়ে হয়। চুমকি নিখোঁজের পর চলতি মাসের ১৮ তারিখে ০১৯২৯৩৪৯৯৩১ নম্বর হতে চুমকির স্বামী রাশেদের ০১৭২৩৭০৪৩৭৩ নম্বরে চুমকি ফোন করে ভীষণ বিপদের মধ্যে আছি এবং তাকে উদ্ধারের কথা বলতেই ফোনটির সংযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে উক্ত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ভূক্তভোগী পরিবারসহ সচেতন মহল চুমকি উদ্ধারের ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।