ক্রাইম পেট্রোল ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। উপজেলার বাইতরা এলাকার ইটভাটা থেকে সোমবার মধ্য রাতে তাদের আটক করে আজ মঙ্গলবার দুপুরে ডাকাতি মামলায় তাদের কোর্টে প্রেরণ করা হয়।
আটকরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব মিতরা এলাকার আব্দুর রহমানের ছেলে রাসেল, অষ্টধনা-আইড়মাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে ফারুক হোসেন, একই এলাকার শাহাদৎ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম। এ সময় তাদের কাছ থেকে রাম দা, ছুরিসহ ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ডাকাতরা ব্যবসায়ী নিমাই চন্দ্র সরকারের বাড়িতে ডাকাতির জন্য পাশের একটি ইটভাটায় প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে।