
ক্রাইম পেট্রোল ডেস্ক : রংপুরের পীরগাছায় ফেরেস মিয়া ( ক্লুলেস) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পীরগাছা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছা থানাধীন কান্দি এলাকায় গত ১১ ফেব্রুয়ারি ২০১৯ ফেরেস মিয়া(২৫) পিং- আমির মিয়া সাং- কান্দি কাবিলাপাড়া থানা- পীরগাছা জেলা রংপুর এর অর্ধগলিত লাশ উদ্ধার বিষয়ে পীরগাছা থানার মামলা নং ৭ তাং- ১১/০২/২০১৯ ধারা- ৩০২/২০১/৩৪ দঃবিঃ রুজু হয়। এটি একটি ক্লুলেস মামলা। পরবর্তীতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী শাহিন মিয়া(২৪) পিং- মৃত আঃ আউয়াল সাং- কান্দি কাবিলাপাড়া কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাহিন স্বীকার করে সে সহ মোট ৪ জন মিলে ভিকটিম ফেরেস মিয়াকে হত্যা করে।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি শাহিনকে গ্রেফতার করার পর পুলিশের জিজ্ঞাসাদে শাহিন স্বীকার করে যে, সেসহ মোট চারজন মিলে ভিকটিম ফেরেস মিয়াকে হত্যা করে। আসামী শাহিন মিয়া বিজ্ঞ আদালতে গতকাল বুধবার স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে।