
পাবনা প্রতিনিধি :
পাবনা জেলার চাটমোহরে ১৭টি পরিক্ষার কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রাথমিক শিক্ষা সমাপণী (পিইসিই) ও ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগ থেকেই প্রতিটি কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় ছিল লক্ষ করার মতো।
উপজেলার ২০৭টি প্রতিষ্ঠানের প্রাথমিক ৫ হাজার ২২৬ জন এবং ইবতেদায়ী পরীক্ষার্থী ৮৪৬ জন। এরমধ্যে আজ ১ম দিনের পরীক্ষায় প্রাথমিকে ৯৫ জন এবং ইবতেদায়ীতে ১৬৫ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
আজ (১৭ নভেম্বর) রোববার সকালে পরীক্ষা শুরুর ১ম দিনে উপজেলার পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও বিলচলন ইউনিয়নের বোঁথড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, থানার ওসি সেখ নাসীর উদ্দিন প্রমুখ।