শামীম আহমেদ,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলা হলরুমে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল হালিমে সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। জোরগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নজরুল ইসলাম। মিয়াপুর হাজী জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মজিবুর রহমান সাঁথিয়া প্রেস ক্লাবের আহবায়ক মো: মনছুর আলম খোকন। উপজেলা পৃজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুনীল কুমার দাস ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় জানানো হয় যে,আগামী ৪ই আগস্ট হতে ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে।