আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশে বেকারত্ব দূরীকরণসহ সাত দফা দাবিতে পঞ্চগড়ে যুব অধিকার পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দেশে বেকারত্বের মহামারি নিরসন, চাহিদা ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন, আবেদন ফি- ঘুস- প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমামুক্ত চাকরির ব্যবস্থা ও বৈষম্য দূরীকরণসহ সাত দফা দাবি উপস্থাপন করে অন্তবর্তীকালীন সরকারের কাছে তা বাস্তবায়নের দাবিতে দাবি তুলেন বক্তারা।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সহ- সভাপতি আফতাব হোসেন, যুগ্ম আহ্বায়ক মুনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাহেদ আলীসহ যুব অধিকার পরিষদের পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।