
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ আলী (৩৫)নামের একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের মালিগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়।মোঃ আলী ওই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।
জানা যায়, গভীর রাতে এসআই আসাদুজ্জামান ও এএসআই তাহমিদুল ইসলাম’র নেতৃত্বে গোয়েন্দা শাখা কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে আলীকে আটক করা হয়।পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি ওসি রবিউল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।