আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
সর্বউত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘অনুভূতি’ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি সংগঠন।
বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার জগদল ষড়ঋতু ক্লাব প্রাঙ্গণে পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের আয়োজনে শীতার্ত একশতাধিক গরীব, অসহায় ও বৃদ্ধদের মাঝে এই কম্বল তুলে দেন পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রহিম আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান রেজা, আল মাসুদ, সাংবাদিক মো. নুর হাসান প্রমুখ।