আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজল দিঘি ইউনিয়নের দফাদার পাড়া হতে পেত্তানী হাট পর্যন্ত রাস্তাটি শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় ১ আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। ২৬ ফেব্রুয়ারি বিকালে দীর্ঘদিনের চাহিদা ছিল পাকা রাস্তার তা আজ বাস্তবে পূরণ হলো গ্রামের মানুষের । জাতীয় নির্বাচনের আগে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই রাস্তার । আজ সংসদ সদস্য আলহাজ্ব. মজাহারুল হক প্রধানের হাত দিয়ে স্থানীয় বাসিন্দাদের চাহিদা পূর্ণ হল ।ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, প্রায় দৈর্ঘ ১০০০ মিঃ এই রাস্তা হেরিং বোনকরণের কাজ শুরু হবে । দফাদারপাড়া থেকে পেত্তানী হাট পর্যন্ত এই রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে ৫১,৭৭,৫০০ টাকা । গ্রামীন রাস্তাসমুহ টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচ বিবি)করণ প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মাণ হচ্ছে এই সড়ক। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে সারা বাংলাদেশে পাকা রাস্তা নির্মাণ হয়েছে এবং হচ্ছে বলে দাবি করেন সংসদ সদস্য । উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক. মো. জালাল উদ্দীন,কৃষকলীগের সভাপতি মো. আবেদ আলী শাহ,ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম, ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ওয়ার্ড সম্পাদক মশিয়র রহমান প্রমুখ । রাস্তার কাজ উদ্বোধন হওয়ায় এলাকায় খুশির হাওয়া বইছে।