
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রনি (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৩ আগস্ট ) দুপুরে সবার অজান্তে রাস্তায় গেলে হঠাৎ ইজিবাইকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি হাড়িভাসা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকার মুজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) নিহত রনি তার মায়ের সঙ্গে কেকুপাড়ায় তার নানার বাড়ি বেড়াতে যায়। সোমবার দুপুরে সবার অজান্তে বাড়িন সামনে রাস্তায় গেলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতাহার আলী সিদ্দিক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।