ক্রাইম পেট্রোল ডেস্ক : নেত্রকোনায় এসএসসি পরীক্ষার কথিত প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতিকালে মহসিন আলম সাজু (১৮) নামের এক কলেজছাত্রকে আটক করেছে র্যাব -১৪। শুক্রবার সন্ধ্যায় শহরের সাতপাই বিলপাড় এলাকার সাইমন ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।
মহসিন আলম সাজু নেত্রকোনা সরকারি কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র।
র্যাবের অধিনায়ক লে. কর্নেল এমএ শোভন খান জানান, আটক মহসিন এসএসসির প্রশ্ন ফাঁস করবে বা পরীক্ষার্থীদের নিকট বিক্রয় করবে এমন গোপন খবরের ভিত্তিতে গত কয়েকদিন যাবৎ তাকে মনিটরিং করা হচ্ছিলো। শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কিশোরগঞ্জ র্যাব অফিসে নেওয়া হয়।