
আনিছুর রহমান মানিক, নীলফামারী প্রতিনিধি >>
নীলফামারীতে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮জুন) বিকালে নীলফামারী স্কাউট ভবন হলরুমে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় সভাপতি কবি নাসরিন নাজ। বিশেষ অতিথি হিসেবে দেশ বরেণ্য কবি ইমরোজ সোহেল, ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক কবি আবু নাসের সিদ্দিক তুহিন, প্রকাশক, গবেষক ও সাংবাদিক কবি সৈয়দা রুখসানা জামান শানু, জেলা পরিষদ সদস্য শিউলী আক্তার, কবি হাবিবুল্লাহ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থাপনায় ছিলেন, কবি নির্মল চন্দ্র রায়। আলোচনা শেষে দেবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রউফকে জেলা শাখার সভাপতি, নির্মল চন্দ্র রায় কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তাদের মধ্যে সহ-সভাপতি রত্না সিনহা, অর্থ সম্পাদক হাবিবউল্লাহ বিশ্বাস, নির্বাহী সদস্য অ্যাড. মালা জেসমিন, পীযুষ কুমার রায়, সঞ্জিত রায় কে নির্বাচিত করা হয়। শেষে নব-গঠিত কমিটিকে ফুলের তোরা দিয়ে বরণ করেন সদস্যগণ।