
নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীতে বাল্যবিবাহ, যৌতুক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সেমিনারের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। শুরুতে ধারণাপত্র উপস্থাপন করেন পল্লীশ্রীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী ও কন্যাশিশুর সুরক্ষা প্রকল্পের পরিচালক শামীমা পপি।
প্রকল্প সমন্বয়কারী তাইয়েবা নেহারের সঞ্চালনায় সেমিনারে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা উৎপল ঘোষ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম, পল্লীশ্রীর কর্মসূচী ব্যবস্থাপক সামসুন্নাহার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদ-উন-নবী প্রমুখ।
সেমিনারে সুশীল সমাজের প্রতিনিধি, পল্লীশ্রী উপজেলা অ্যালাইন্সের সদস্য ও ২৪ টি কিশোর-কিশোরী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।