মোঃ মেহেদী হাসান ফারুক, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল : “শিক্ষা মানেই জীবন,উন্নত শিক্ষা মানেই উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরপুরে ২৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ । সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা মিলনায়তনে ৭ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ২৩ জন কৃতী শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২ জন,নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজের ১ জন ,জরিপন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ জন , এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১ জন ও নাগরপুর শহীদ শামসুল হক উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেনের সভাপতিত্বে ও নূপুর পোদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম খান, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।