ক্রাইম পেট্রোল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১২০ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ১০ টার দিকে নবীনগর মধ্যপাড়ার পেশাদার মাদক ব্যবসায়ী লিটন দেব-এর বসত ঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীনগর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু আহম্মেদ এর দিক নির্দেশনায় এসআই মোঃ মনিরুল ইসলাম তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার রাত ৯.৪৫ টায় নবীনগর মধ্যপাড়ার পেশাদার মাদক ব্যবসায়ী লিটন দেব এর বসত ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় লিটন দেব এর বসত ঘর হতে ১১৮ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং আসামী সিরাজ মিয়ার নিকট হতে ২ লিটার দেশীয় তৈরী চেলাইমদসহ মোট ১২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।