মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
‘ধানের শীষ পাখিরা খেয়ে ফেলেছে। শীষও নাই আর ধানতো নাই-ই। দেশের টাকা, মানুষের টাকা, এতিমের টাকা নিয়ে আপনারা সুখ- শান্তিতে থাকতে চান। ধানের শীষ নিয়ে আপনারা লন্ডনেই থাকেন। বাংলার জনগণ আর আপনাদের ভাওতাবাজিতে পড়বে না।’
সোমবার বিকেলে উপজেলার মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-০২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এসব কথা বলেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে সেলিমা আহমাদ এমপি বলেন, ‘আওয়ামী লীগের সরকার বার বার দরকার।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুদিন আগেও বলেছেন, জনগণ যদি ভোট দেয় আবারও সরকার গঠন করবো, না দিলে বিরোধী দল হিসেবে জনগণের জন্য কাজ করব। জনগণের যে কোনো রায় আওয়ামী লীগ মেনে নেবে।’
সেলিমা আহমাদ উপস্থিত জনগণকে ২০১৪ সালের নৈ’রাজ্যকর পরিস্থিতির ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘সেদিনের সেই জ্বা’লাও- পো’ড়াওয়ের ঘটনা কেউ ভুলে নাই। পেট্রোল বো’মার কথা কেউ ভুলে নাই। আমাদের একজন মহিলা সাংসদ আছেন, তাকে জীবন্ত পো’ড়ানো হয়েছে।’
বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘বিএনপি জা’মাতের আমলে যে দুঃশাসন হয়েছিল বাংলাদেশের মাটিতে তা আর হবে না। ২০১৮ সালের নির্বাচনে জনগণ আপনাদের প্রত্যাখান করেছে। আপনারা অপরাজনীতি করেছেন; হ’ত্যা, খু’ন, গু’ম করেছিলেন। আপনারা চু’রি জানেন, ডা’কাতি জানেন, দু’র্নীতি জানেন। সুতরাং জনগণকে আর বোকা বানাতে পারবেন না।’
মাথাভাঙা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কবির হোসেন সাধনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম ও মো. হান্নান খন্দকার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, উপজেলা যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কায়সার আহমেদ বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মো. মেহেদী হাসান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বর্তমান সভাপতি শাহনূর আহমেদ সুমন, মাথাভাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, নিলখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো, জালাল উদ্দিন খন্দকার, ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার ও সাধারণ সম্পদাক মো. ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।