রফিকুল ইসলাম : সোমবার কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদরগা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের মালিককে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান শ্যাম্পল পাওয়ার অভিযোগেআখি ফার্মেসীর মালিক মোঃ মাহবুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা, নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মূল্যতালিকা না থাকার জন্য মোহাম্মদ হোটেলের মালিক মোঃ আব্দুল গনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারানুযায়ী ৫ হাজার টাকা, পাবনা সুইটস এর প্রতিনিধি মোঃ সাইদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারানুযায়ী ৮ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ওআদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।