আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে পোস্ট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মাহাবুব আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহাবুব একই এলাকার আসির উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে পোস্ট করে মাহাবুব। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে অভিযোগ এনে মাহাবুবের নামে থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করে। আর সেই মামলায় তাকে তার এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে পোস্ট করার অভিযোগে মাহাবুবের নামে স্থানীয়রা থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করে।
মামলার পরিপ্রেক্ষিতে তাকে তার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।