প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২০, ৮:৩৯ অপরাহ্ণ
দেবীগঞ্জে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার দায়ে যুবক গ্রেপ্তার

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে পোস্ট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মাহাবুব আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহাবুব একই এলাকার আসির উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে পোস্ট করে মাহাবুব। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে অভিযোগ এনে মাহাবুবের নামে থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করে। আর সেই মামলায় তাকে তার এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে পোস্ট করার অভিযোগে মাহাবুবের নামে স্থানীয়রা থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করে।
মামলার পরিপ্রেক্ষিতে তাকে তার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube