crimepatrol24
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

দিনাজপুরে উপজেলা পর্যায়ে প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ইউএনও

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৫, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি॥ ৫ জানুয়ারি রোববার উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে উপজেলা শিক্ষা অফিস দিনাজপুর সদর এর আয়োজনে উপজেলা পর্যায়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা )-২০২৪ কে সামনে রেখে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, আরিফুর রহমান খান, শাহাদাৎ হোসেন, সিরাজউদ্দিন। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ ওবায়দুর রহমান, সজিতও ডালিম। ধারা ভাষ্যকার হিসেব ছিলেন এমবি বিপুল রায় ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, মোঃ গোলাম ফারুক, মোঃ কামরুজ্জামান, এটিএম তোফায়েল হোসেন সহ ১০টি ইউনিয়নে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ৭ নং উথরাইল ইউনিয়ন বনাম ৬নং আউলিয়াপুর ইউনিয়ন অংশগ্রহণ করে।

উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, ‘প্রতিটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ গড়ে তুলতে এ ধরনের টুর্নামেন্ট যথেষ্ট অবদান রাখবে বলে আমার বিশ্বাস। আজকের এই ক্ষুদে ফুটবল খেলোয়ার একদিন ম্যরাডোনা হয়ে সারা বিশ্বে ফুটবল খেলোয়ার হিসেবে পরিচিতি লাভ করতে পারে।’

খেলা শেষে ট্রাইব্রেকারে ৬নং আউলিয়াপুর ইউনিয়নকে হারিয়ে ৭নং উথরাইল ইউনিয়ন জয় লাভ করে। আগামী ৭ জানুয়ারি এই মাঠে ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়