
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৮ জনকে জরিমানা করেছেন ভ্র্যামমাণ আদালত।
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের নির্দেশক্রমে বিভিন্ন বাজারে অনুমোদনহীন দোকান খোলা রাখায় এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরাধে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ৮ জন ব্যবসায়ীকে ২ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুল হক এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়েছে বলে তিনি জানান। অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।