তৌফিকুল ইসলাম,তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
‘রক্তের যদি হয় প্রয়োজন,এগিয়ে যাবে আপজন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘আপনজন”র উদ্যোগে ১১তম ফ্রি মেডিকেল ক্যাম্প-২০১৯
অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা মজিদপুর ইউনিয়নের মোহনপুর দাখিল মাদ্রাসা মাঠে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আবু কাউসারের সঞ্চালনায় প্রদান অতিথির বক্তব্য রাখেন ৯নং মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে মোহনপুর দাখিল মাদ্রাসার সভাপতি মকবুল মাহমুদ প্রধান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম প্রিন্সিপাল মোহনপুর দাখিল মাদ্রাসা,সাংবাদিক নাজমুল করিম ফারুক, সাংবাদিক শরিফ আহমেদ সুমন, সাংবাদিক মোঃ মহসিন হাবিব , সাবেক মেম্বার তোতা মিয়া,সাবেক মেম্বার আবুল বাশার, শফিকুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও সংগঠনের সদস্যবৃন্দ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন।