তৌফিকুল ইসলাম, তিতাস(কুমিল্লা)প্রতিনিধি :
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯ খ্রি. পালন উপলক্ষে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ হতে র্যালিটি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: সাজেদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. নজরুল ইসলাম, প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান ভূঁইয়া, নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আল-আমিন, এস আই মধুসূধন, যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদ, তিতাস প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কবির হোসেন, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার (তিতাস উপজেলা শাখা) অচেন্ত কুমার মন্ডল, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহসহ হাসপাতালের সকল ডাক্তার, নার্স , কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।