ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদকে কু*পিয়ে হ*ত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলায় এ হত্যার ঘটনা ঘটে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তার এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে সেখানকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। জোবায়েদ ওই গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে এবং হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের ভাতিজা। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।
হত্যার বিষয়টি নিশ্চিত করে জোবায়েদের চাচা হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আমরা খবর পাই জোবায়েদকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। জোবায়েদ আমার বড় ভাইয়ের ছেলে। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শাখার ছাত্রদলের সদস্য এবং জবির কুমিল্লা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ছিলেন। বড় ভাই নোয়াখালীতে ব্যবসা করেন, সেই সুবাদে পরিবার নিয়ে ওখানে সেটেল্ড। আমরা এখন ঢাকা যাচ্ছি, ভাতিজা জোবায়েদকে হোমনা গ্রামের বাড়িতে দাফন করা হবে। এই কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।’
চাচা আক্তার হোসেন ও স্বজনদের দাবি- জোবায়েদের হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার।

















