![](https://crimepatrol24.com/wp-content/uploads/1064539n-1024x683.jpg)
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আন্তঃজেলা চুরি ও ডাকাতি মামলার আসামী রুবেলকে গ্রেফতারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোকলেছুর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ও অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সার্বিক তত্ত্বাবধানে ডোমার থানার এসআই আজম হোসেন প্রধান ও সঙ্গীয় ফোর্স গত ২৬ জুন রাতে বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে জলঢাকা উপজেলার ছিট মিরগঞ্জ এলাকা থেকে আজাহারুল ইসলাম (পকেটমার) এর ছেলে আন্তঃজেলা চুরি ও ডাকাতি মামলার আসামী রুবেল ইসলাম (২৬) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে ডোমার থানায় ৪৫৭,৩৮০,৪১১ ধারায় মামলা নং- ১৩, তারিখ- ২৬/০৬/২০দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার মৃত- হাজী মহিউদ্দিনের ছেলে রবিউল ইসলামের নিজ বাড়ী থেকে ২৮ মে গভীর রাতে তার ব্যহৃত মোটরসাইকেলটি চুরি হয়। রবিউল ৩১ মে ডোমার থানায় সাধারণ ডায়েরি নং-৭০৫ দায়ের করে। জিডির সূত্র ধরে এসআই আজম হোসেন প্রধান চুরি যাওয়া মোটরসাইকেলের সন্ধান পান এবং আসামী রুবেলকে গ্রেফতার করে মোটরসাইকেলটি উদ্ধার করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, রুবেল আন্তঃজেলা চুরি ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রুবেল বিজ্ঞ আদালতে ফেীজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।