
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
আসন্ন ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা।
১০ মার্চ রবিবার ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহB শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত চলে। গনণা শেষে চেয়ারম্যান পদে আ’লীগের তোফায়েল আহমেদ (নৌকা) তিনি ভোট পান ৩০ হাজার ৫৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল রাজ্জাক বসুনিয়া (আনারস)’ তিনি ভোট পান ২০ হাজার ৮৮৩। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মালেক (তালা)’ তিনি ভোট পান ৩১ হাজার ৭৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রনজিৎ কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব)। তার ভোট সংখ্যা ১৭ হাজার ৭৫৮। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানে পদে নির্বাচিত হন বেগম রৌশন কানিজ (হাঁস), তিনি ভোট পান ৪১ হাজার ৫২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপালী রানী রায় (প্রজাপতি), তার ভোট সংখ্যা ১৬ হাজার ৬৩। গতকাল রাতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বে-সরকারিভাবে এ ফলাফল প্রকাশ করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী জানান, নির্বাচনকে ঘিরে আমাদের আইন- শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি, তবে ভোটারদের উপস্থিতি ছিল ৩০% কম।