
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাতে এসআই আব্দুল লতিফ, গোলাম মোস্তফা, এএসআই ফারুক, আমিনার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও মাদকের ৩ আসামীকে আটক করে। আটকরা হলেন, ৬মাসের সাজাপ্রাপ্ত উপজেলার হরিণচড়া ইউরিয়নের শেওটগাড়ী এলাকার আব্দুল আজিজের ছেলে মেহেরুন ইসলাম (৫০) ও তার ভাই দুলাল হোসেন (৪২), তাদের মামলা নং- জিআর-৯৫/১৫। অপরদিকে, উপজেলা পাঙ্গামটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা এলাকার রবিউল ইসলামের ছেলে মোকছেদুল হক (২৭) কে মাদকের মামলা নং-০১, তারিখ-০১/০৭/১৯ দায়ের করে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, মেহেরুন ও দুলাল আদালতের ৬মাসের দণ্ডপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন তারা পলাতক ছিল, আমাদের অফিসারগণ অনেক কষ্ট করে তাদের আটক করে আদালতে সোর্পদ্ করেছে।