আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফমারীর ডোমারে অভিমানী স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়ীতে ধোলাইয়ের স্বীকার হয়েছে এক স্বামী। প্রচন্ড আঘাতের ফলে ডান চোখসহ গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নিজ ভোগডাবুরী হাজীপাড়া গ্রামের মৃত ছুফিয়ার রহমানের পুত্র আবু কালাম (২৮) সাথে কেতকীবাড়ী দালানগঞ্জ গ্রামের মৃত কফিল উদ্দিনের কণ্যা রুমা বেগম (২৩) এর ৬বছর পুর্বে বিয়ে হয়। সংসার জীবনে তাদের কোলে আসে একটি কণ্যা সন্তান। শুক্রবার তাদের সংসারের পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। যার কারণে অভিমান করে রুমা তার বাবার বাড়ীতে চলে যায়। রবিবার দুপুরে স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ীতে গেলে রুমার ভাগিনা রফিকুল, চাচা কাচু বাউ, মোজাফর , দুলু মিলে জামাই কালামকে বেধরক মারপিট করে। এ সময় কালাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে শ্বশুর বাড়ীর লোকজন ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক দেড়শত টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয় বলে ভিকটিম আবু কালাম অভিযোগ করেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।