আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“মাদক ছেড়ে খেলা ধরো, দুর্নীতিকে না বলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে লায়ন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭জুলাই) বিকালে ডোমার সরকারি কলেজ মাঠে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। পরে এক আলোচনা সভায় পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, বিশিষ্ট সমাজ সেবক বাবু গোড়াচাঁদ অধিকারী, সাংবাদিক আনিছুর রহমান মানিক। এ ছাড়াও ডাঃ ওমর ফারুক, লায়ন সংঘের সভাপতি মমিনুর রহমান লিথু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিন, ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক স্বপন ইসলাম, লায়ন সংঘের সাবেক সভাপতি বাবু তাপস কুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকাশ প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী ম্যাচে ডোমার ফার্মহাট সবুজ স্পোটিং ক্লাব বনাম আরডিআরএস মোড় কলা বাগান স্পোটিং ক্লাব বাঘ- সিংহের লড়াইয়ে এক শুন্য গোলে ফার্মহাট সবুজ স্পোটিং ক্লাব জয়ী হয়। উক্ত টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে বলে আয়োজক কমিটি জানান।