আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার বাজারের মেইন সড়ক সংস্কারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১জুলাই) বিকালে ডোমার বাজারের মেইন সড়কে কাচাঁ বাজার মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ডোমারবাসী। প্রভাষক জাকির প্রধানের সভাপতিত্বে দেবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রউফ, দেবীগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনোরঞ্জন রায়, সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, সমাজ সেবক নুরুজ্জামান বাবলা (লাদেন), ডাঃ ওমর ফারুক, ছাত্রনেতা শরিফ সিদ্দিকী, সোহাগ, চাউল ব্যবসায়ী ঝন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয়ে প্রতিবাদী কন্ঠে বিদ্যুৎ সমস্যা সহ ডোমার ফায়ার সার্ভিস হতে বড়রাউতার মোড় পর্যন্ত ভাঙ্গা রাস্তা সংস্কার এবং ওই রাস্তা দিয়ে ১০ চাকার ট্র্যাক চলাচল বন্ধের জোর দাবী জানান। অতিসত্বর এ দাবী পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা।