আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মামলার জের ধরে মারপিট, বৃদ্ধাসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে রশিদুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত আমিনারের ছেলে আরিফ ও মৃত উছাহাক আলীর ছেলে মজিবর ও মজিবুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই ধারবাহিকতায় শত্রুতার জেরে ঘটনার দিন ২৪জুন সকালে আরিফ তার দলবল নিয়ে রশিদুলের বাড়িতে পাথর দ্বারা ঢিল ছুড়তে থাকে। রশিদুলরা বাধা দিতে গেলে আরিফরা অর্তকিত হামলা চালিয়ে তাদের বেধরক মারপিট করে। তাদের আঘাতে রশিদুলের মা রুবিজান (৫৮), বোন লায়লা (৪৪), ফরিদা (৪৬) ও ভাগনে লাবুসহ অনেকে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে রুবিজান ,লায়লা ,ফরিদা ও লাবুর অবস্থা বেগতিক থাকায় কর্তব্যরত ডাক্তার তাদের ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে রশিদুলের স্ত্রী নুর জাহান বাদী হয়ে আরিফকে প্রধান আসামী করে ১৯জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং-২২, তারিখ-২৬/০৬/১৯ দায়ের করে। মামলার বাদী নুর জাহান জানান, গত ১৮জুন আরিফ গং আমাদের বাড়ীতে লাগানো ৫০টি গাছ কেটে দিয়ে বাড়ীতে লুটপাট চালিয়ে বসত বাড়ীতে অগ্নিসংযোগ করে। তাদের বিরুদ্ধে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে পরে এ নির্যাতন চালায়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম জানান, দুই পরিবারের মধ্যে বাড়ীর রাস্তা নিয়ে দফায় দফায় সংর্ঘষ হয়। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।