আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল ও পবিত্রতা রক্ষা না করার দায়ে নীলফামারীর ডোমারে ৩ মুদি ব্যবসায়ী ও ১ ফল ব্যবসায়ীকে ভ্র্যাম্যমাণ আদালত পৃথকভাবে ২৩ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (৭ মে) দুপুরে ডোমার বাজারে ওই ব্যবসায়ীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ফাতিমা ওই জরিমানা প্রদান করেন।
মুদি দোকানদান জয়নাল আবেদীনকে ২হাজার টাকা, চন্দন সাহাকে ১৫ হাজার টাকা, সাদ্দাম হোসেনকে ৫হাজার ও ফল ব্যবসায়ী বাবলু হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাশেদুল হক, মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার , স্যানেটারী ইন্সপেক্টর দুলাল হোসেন প্রমুখ।
আদালতের বিচারক উম্মে ফাতিমা বলেন, পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল ও পবিত্রতা রক্ষা না করায় ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে ওই পরিমাণ টাকা জরিমানা করা হয়।