
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও গণ নাটক অনুষ্ঠিত হয়েছে।
৮মার্চ শুক্রবার সকাল ১০টায় ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্পের উদ্যোগে উপজেলার বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয় হতে ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় অংশ নেয়। উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রনজিৎ কুমার অধিকারী দিলিপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট। বিশেষ অতিথি হিসাবে, সাংবাদিক আনিছুর রহমান মানিক, আরডিআরএস এর ইসিএম প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলেটর পরেশ চন্দ্র রায়, ইউপি সদস্য পেয়ারা বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়াও ল্যাম্ব শো-প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম, ইউনিয়ন কো-অর্ডিনেটর নিহারঞ্জন ভট্ট্যাচার্য, ল্যাম্বের সিএসবিএ শাম্মীআক্তার, মল্লিকা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। শেষে গ্লোবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গণ নাটক “স্ববলম্বী রুপার গল্প” মঞ্চায়ন করা হয়।