
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন উপস্থিত ছিলেন। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সদস্য মঞ্জুরুল হক চৌধুরী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, স্কুল প্রধান, আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় দিবসটি পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার।